সবুজ পৃথিবীর উদ্যোগে মির্জাপুর ‌থানা চত্বরে বৃক্ষ রোপন

Spread the love
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবুজ পৃথিবীর উদ্যোগে আজ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান,  সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সহিদ মাহমুদ, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন,  দেলদুয়ার শাখার সাধারন সম্পাদক বিপ্লব কুমার কর্মকার,  কালিহাতী শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন,  মির্জাপুর শাখার সহ সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ,  প্রচার সম্পাদক মোঃ হামিদুল ইসলাম,  দপ্তর সম্পাদক আবিদ হাসান ও কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিব মিয়া।
থানা চত্বরে কৃষ্ণচূড়া, বকুল ও বিলুপ্ত প্রায় হিজল গাছের চারা রোপন করা হয়।
সবুজ পৃথিবীর এই বৃক্ষ রোপন কর্মসূচী ৬৪ জেলায় বাস্তবায়ন করা হবে।