মধুপুর( টাংগাইল) প্রতিনিধি:
মধুপুর- ধনবাড়ী ১ আসনের বি এন পি মনোনীত নেতা ‘সরকার শহিদুল ইসলাম’( সরকার শহিদ ) আর নেই। ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে আইসিইউতে থাকাকালীন সময় তিনি না ফেরার দেশে চলে যান। বিএনপি তার মৃত্যুতে শোক জানিয়ে রূহের মাগফিরাত কামনা করেছে। তার অকাল মৃত্যুতে মধুপুর – ধনবাড়ী উপজেলার সকল স্থরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।