মোস্তাক আহমেদ মনির:
জামালপুরের সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদন কারী চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পাট অফিসার রিফাত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা খামার বাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, মনিটরিং কর্মকর্তা ও সরকারী প্রকল্প পরিচালক কামাল উদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
পরে কৃষকদের মাঝে পাটের তৈরি ব্যাগ বিতরন করা হয়।