সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে ১৬ নং পশ্চিম বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, ইউপি সদস্য মোবারক আলী, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনেআরা বেগমসহ স্থানীয় সুধিজন।