টাঙ্গাইল প্রতিনিধি : বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক খন্দকার হাবিবুল্লাহ কামালের মা মিসেস হাসিনা রশিদ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার সকালে ঢাকার একিিট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বাদ মাগরিব টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান মাঠে নামাজে জানাযা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি নাতনীসহ গুনগাহি আত্মীয় রেখে গেছেন।
তার পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন যাব তিনি শারিরীক নানা সমস্যা ভুগছিলেন। দুই সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে চার দিন চিকিৎসা শেষে মঙ্গলবার মৃতুবরণ করেন।
তার মৃত্যুতে টাংগাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সম্পাদক নাসির উদ্দিন গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।