সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Spread the love

অন্তু দাস হৃদয় :

সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ হতে নেয়া হয়েছে কঠোর নজরদারী।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অনান্য কর্মকর্তারা সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এ সময় সাংবাদিকদের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সরকারী নিদের্শনায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও এর আশপাশের এলাকা কঠোর নজরদারীতে রাখা হয়েছে।

এ বছর টাঙ্গাইল জেলায় মোট ৮২টি কেন্দ্রে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ২২২জন।

এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৪২ হাজার ৫৬৯জন, দাখিল পরীক্ষায় ৬ হাজার ২৮৫জন, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯৮৮জন এবং দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২৪ জন অংশ গ্রহণ করেছে। জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) পরীক্ষায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু