যুগধারা ডেস্ক :
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এতথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া দুর্নীতি মামলার দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গ ছয় মাসের জন্য মুক্তি পান তিনি।
এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন আছেন। তার ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু