১৩ দফা দাবিতে টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ বেসরকারি শিক্ষক কর্মচারিদের চাকুরি জাতীয় করণ, মাদরাসা শিক্ষার স্বতন্ত্র পাঠ্যক্রম চালুসহ ১৩ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসা শিক্ষকরা। গতকাল সোমবার সকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার উদ্যোগে শহরের নিরালামোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মোহালী গয়রা গাছা দাখিল মাদ্রাসার সুপার আবুল হাশেম, ভূঞাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবাহান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, মাদরাসা শিক্ষা ব্যবস্থার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যসুচি প্রণয়ন, বেসরকারি সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয় করণ, সংযুক্ত ইবতেদায়ী প্রধানসহ মাদ্রাসা শিক্ষকদের উপযুক্ত বেতন ও ভাতা প্রদান, ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা শতভাগ বাস্তবায়ন, মহিলা কোটা শিথিল ও মেধাবী শিক্ষক নিয়োগ ব্যবস্থা, শিক্ষকদের বিভাগীয় প্রশিক্ষণের ব্যবস্থা, এমপিও নীতিমালা সমন্বয় করে মাদ্রাসার অর্নাস স্তরের শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্ত করণ এবং দুই হাজার শিক্ষকদের ইনক্রিমেন্ট কর্তন না করার দাবিতে আমরা এই কর্মসুচি পালন করছি।