৬ষ্ঠ বর্ষে সাপ্তাহিক জাহাজমারা পত্রিকা

Spread the love

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : মুক্তিযুদ্ধের আদর্শের মুখপাত্র স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে কেক কাটা, আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ঘাটাইল কলেজ মোড় চত্তরে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উক্ত কেক কাটা, আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমানের সভাপতিত্বে ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাতুজ্জামান সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম মিয়া,ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,পৌর যুগ্ন অসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক আহবায়ক ৩ নং জামুরিয়া ইউনিয়ন যুবদল মোঃ ইয়াসির আরাফাত শাওন,জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান প্রমুখ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে সাপ্তাহিক জাহাজমারা পত্রিকার সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।