অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Spread the love

যুগধারা ডেস্ক :

মামার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় অভিনেত্রী-গায়িকা রুচিস্মিতা গুরুর মরদেহ। রোববার (২৬ মার্চ) রাতে এ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওড়িশা টিভি জানিয়েছে, ওড়িশার বোলাঙ্গি জেলার তালাপালিপাড়ার বাসিন্দা রুচিস্মিতা। তবে বোলাঙ্গি জেলার সুদাপাড়ায় মামার বাড়িতে থাকতেন তিনি। সেখানে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এ অভিনেত্রীকে পাওয়া যায়। খবর পেয়ে বোলাঙ্গি পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়।

রুচিস্মিতার মা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘ওই দিন রাত ৮টায় সময় রুচিস্মিতাকে আলু পরোটা তৈরি করতে বলেছিলাম। কিন্তু ও বলেছিল, রাত ১০টায় করব। এ নিয়ে আমাদের ঝগড়া হয়েছিল। এর আগেও একাধিকবার রুচিস্মিতা আত্মহত্যার চেষ্টা করেছিল।’

আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কোনো যুবকের সঙ্গে রুচিস্মিতার সম্পর্ক ছিল। কিন্তু সেটা তার পরিবার মেনে নেয়নি। আর সেটা নিয়েই কোনো ঝামেলা চলছিল। তারপরই এমন চরম পদক্ষেপ নিয়েছেন তিনি। যদিও সত্যটা এখনো অজানা।

যুগধারা ডট টিভি/অন্তু