আইনজীবী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল আদালতে বিক্ষোভ

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিট এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।


দুপুরে জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে থেকে একটি মিছিল বের হয়ে আদালত এলাকার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এস.এম ফাইজুর রহমান।


বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রুত উগ্রবাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। একইসাথে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ আইনজীবীরা।