আওয়ামীলীগের দোসররাই রিক্সা শ্রমিক অফিসে হামলা চালিয়েছে : এড. তপন

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট আলী ঈমাম তপন বলেছেন, আওয়ামীলীগের দোসররাই রিক্সা শ্রমিক অফিসে হামলা চালিয়েছে। টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের নির্দেশে ভুইফোর সংগঠণ পৌর শ্রমিক ঐক্যের ক্যাডাররা টাঙ্গাইল জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে লুটপাট, নেতৃবৃন্দের উপর বর্বরাচিত হামলা আর ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটায়। পৈশ^াচিক হামলায় ৭০ বছরের সংগঠণটির কার্যালয় ভষ্মিভুত হওয়াসহ সংগঠণের নেতা আব্দুস সামাদকে আগুনের পুড়িয়ে মারার চেষ্টা চালায় হামলায় সম্পৃক্তরা। আগুনে ঝলসে যাওয়া ওই নেতা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এ সময় তাদের বর্বরাচিত নির্যাতনের শিকার হয়ে একাধিক নেতার হাত, পা ভেঙেছে মাথাও ফেটেছে।

তিনি বলেন, উপদেষ্টাদের অনুদানে টেলিভিশন, ফ্যান, লাইট, চেয়ার ও টেবিল বসেছে ওই কার্যালয়ে। অগ্নিসংযোগের কারণে কার্যালয়ের নিচতলার আসবারপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে থাকা দ্বিতীয় তলায় ভাড়া দেয়া এনজিও কর্মীদের দুটি মোটর সাইকেল ও একাধিক বাইসাইকেলও জ¦ালিয়ে দেয়া হয়েছে।

উপদেষ্টা তপন বলেন, শ্রমিক নেতাদের দূর্নীতি করার কোন সুযোগ নেই। একক কোন উপদেষ্টারও আইন বর্হিভুত কোন কিছু করার সুযোগ নেই। কেননা সংগঠণ পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদ আছে।

ভর্তি ফি ও চাঁদা বৃদ্ধির অভিযোগটি মিথ্যা দাবি করে তিনি বলেন, যদি তেমন কিছু নেতারা শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে থাকে সে অভিযোগ দেখার জন্য উপদেষ্টা পরিষদ রয়েছে। সাধারণ রিক্সা শ্রমিকরা হলে সে অভিযোগ অবশ্যয় একজন উপদেষ্টাকে হলেও দিত। সাধারণ রিক্সা শ্রমিকরাদের নাম জড়িয়ে টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার পলাতক মেয়র সিরাজুল হক আলমগীরের নির্দেশে গঠিত আওয়ামীলীগের ভুইফোর সংগঠণ পৌর শ্রমিক ঐক্যের ক্যাডাররা ওই লুটপাট, নেতৃবৃন্দের উপর বর্বরাচিত হামলা আর ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে। কার্যালয়ে থাকা কয়েকজন শ্রমিকের মৃত্যু বোনাস, পঙ্গু ভাতা আর বিবাহ ভাতা তিন লাখ টাকা লুট হওয়াসহ আনুমানিক প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুতই জড়িতরা গ্রেফতার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।