আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ

Spread the love

স্টাফ রিপোটার :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে উপজেলার পদবঞ্চিত নেতা-কর্মীরা রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছে। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আন্দোলনকারীরা ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতিতে সংবাদ সম্মেলন শেষে এলেঙ্গা-ময়মনসিংহ সড়ক বন্ধ করে টায়ারে অগ্নি সংযোগ করে।

সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান বলেন, গত (২৮ জানুয়ারি) ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ওই কমিটিতে জামাত-বিএনপি ও দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের স্থান দিয়েছেন। 

তিনি এই অবৈধ কমিটি বাতিল না করলে সামনে মার্চের ২০ তারিখে ফের সম্মেলন করে নতুন কমিটি দিবেন বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি ও লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষ করে এলেঙ্গা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ মিছিল ও টায়ারে অগ্নি সংযোগ করে রাস্তা প্রায় ৩০ মিনিটের মতো বন্ধ রাখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।