আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করলেন আহমেদ আযম খান

Spread the love
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া চৌরাস্তা বাজারে নেতাকর্মীদের নিয়ে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেমসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ।