আজ ইসলামাবাদ হাইকোর্টে হাজির হচ্ছেন ইমরান খান

Spread the love

যুগধারা ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আজ শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজির হচ্ছেন। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে আজ আদালতে হাজির হতে হচ্ছে।

একটি দুর্নীতি মামলায় গত মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তখন জামিন নিতে আদালতে যাচ্ছিলেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার ওই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়।

রায়ে আরও বলা হয়, ইমরান খান বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশ লাইনের গেস্ট হাউসে রাত কাটাবেন। তবে তিনি সেখানে বন্দী হিসেবে নয়, মুক্ত মানুষ হিসেবে থাকবেন। পরদিন তথা আজ শুক্রবার তিনি ইসলামাবাদ হাইকোর্টে হাজির হবেন। প্রধান বিচারপতি বান্ডিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়।

উল্লেখ্য, আল-কাদির ট্রাস্ট মামলায় এই ইসলামাবাদ আদালতই বুধবার ইমরান খানের গ্রেপ্তারকে বৈধ হিসেবে রায় দিয়েছিল। অবশ্য এর আগে এই আদালতই রায় দিয়েছিল যে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা অবৈধ।

সূত্র : জিও টিভি

যুগধারা ডট টিভি/অন্তু