আজ জাতীয় চলচ্চিত্র দিবস

Spread the love

যুগধারা ডেস্ক :

আজ সোমবার, জাতীয় চলচ্চিত্র দিবস। এবারের চলচ্চিত্র দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’।

প্রায় শতবর্ষ আগে ঢাকায় চলচ্চিত্র নির্মাণের সূচনা হয়েছিল। তবে বাণিজ্যিক রূপ পেতে আরো অনেক সময় লেগেছে। ১৯৫৬ সালের ৩রা আগস্ট মুক্তি পায় ঢাকায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এরপর থেকেই চলচ্চিত্র নিয়ে ঢাকাই মানুষের আগ্রহ, আকাঙ্ক্ষা ও স্বপ্নের বিস্তার ঘটে।

যার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩রা এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বা ইপিএফসিডি। যা পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসি নামে পরিচিতি পেয়েছে।

বঙ্গবন্ধুর সেই যুগান্তকারী পদক্ষেপের দিনটি স্মরণীয় রাখতেই ২০১২ সালে চলচ্চিত্র দিবসটির সূচনা হয়। সেই থেকে প্রতি বছরের ৩রা এপ্রিল এ দিবসটি পালিত হয়ে আসছে।

এবারও নানা আয়োজনে বিএফডিসিতে চলচ্চিত্র দিবস উদযাপন করা হচ্ছে। তবে রোজার কারণে আয়োজনের রঙ কিছুটা মলিন। রোববার বিকেল থেকেই এফডিসি আঙিনায় সাজসজ্জার কাজ শুরু হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন টানানোসহ প্রবেশদ্বার নির্মাণ, রঙিন নেট ও আলো দ্বারা বিভিন্ন দেয়াল সাজানো হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু