আজ নায়িকা রওশনের মৃত্যুবার্ষিকী

Spread the love

যুগধারা ডেস্ক :

দেশ স্বাধীন হওয়ার বহু আগে শুরু হয়েছিল তার অভিনয় জীবন। দেশে চলচ্চিত্রের সূচনালগ্নে কাজ করেছেন তিনি। চেহারার লাবণ্য আর অভিনয় দক্ষতা দিয়ে হয়েছিলেন জনপ্রিয়। তিনি রওশন আরা।

গুণী এই অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ২৪ জুন ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন তিনি।

রওশন আরার জন্ম ১৯৪০ সালের ৩ আগস্ট পাবনায়। ছোট বেলায় পরিবারের সাঙ্গে রাজশাহীতে চলে যান। সেখানকার পিএন গার্লস স্কুলে শুরু হয় তার পাঠ্যজীবন। এরপর পারিবারের সাথে বগুড়া ও নড়াইলে থাকা কালে সেখানকার স্কুলেও পড়াশোনা করেন।

আবার ১৯৫০ সালে পাবনায় ফিরে আসেন এবং পাবনা গার্লস স্কুল থেকে ১৯৫৪ সালে ম্যাট্রিক পাশ করেন। অ্যাওয়ার্ড কলেজ থেকে পাশ করেন উচ্চমাধ্যমিক। এরপর ঢাকার মিটফোর্ড মেডিকেল কলেজ (বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করলেও রওশন আরা সিনেমায় নাম লেখান। খ্যাতিমান পরিচালক মহিউদ্দিনের ‘মাটির পাহাড়’-এর মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি।

তার অভিনীত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে- ‘যে নদী মরুপথে, সূর্যস্নান’, ‘নতুন সুর’, ‘ইয়েভি এক কাহানী’, ‘সোহানা সফর’ (মুক্তি পায়নি), ‘নদী ও নারী’, ‘মেঘের অনেক রং’, ‘আমির ফকির’, ‘দরদীশত্রু’ ইত্যাদি।

ডা. রওশন আরা ব্যক্তি জীবনে, চিকিৎসক জহুরুল কামাল-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই চিকিৎসক দম্পতি নিঃসন্তান ছিলেন। তাদের একমাত্র দত্তক কন্যা ঋতি; বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন।