স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টাপর ইসমাইল হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসমাইল হোসেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের জরিপ শেখের ছেলে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইসমাইল গোবিন্দাসী তানিয়া খাতুন নুরানীয়া মাদরাসার নার্সারি শ্রেণীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হন ইসমাইল। এরপর মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান মেলেনি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
১৫-১৬ বছর আগে ইসমাইলের বড় ভাই পানিতে ডুবে মারা যায়। একইভাবে এ শিশুটিকেও হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। ছেলের মরদেহ দেখে অঝোরে কাঁদছেন। স্বজন ও পরিবারের লোকজনরাও করছে আহাজারি। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।
ভূঞাপুর থানার (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থার দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায় ও শিশুটি পানিতে ডুবে মারা যায়। তবে কেউ না দেখায় সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যায়। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।