যুগধারা ডেস্ক :
মুক্তির ঘোষণা দিয়েও গেল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ থেকে সরে দাঁড়ায় বহুল প্রতীক্ষিত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। তখন জানানো হয়েছিল, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সিনেমাটির মুক্তি পেছানো হচ্ছে। এরপর তারা নতুন মুক্তির তারিখ ঘোষণা করে ২১ জুলাই।
তবে এবারও পেছাল সিনেমাটির মুক্তি। আবারও সিনেমাটির নতুন মুক্তির তারিখ জানাল অন্তর্জাল টিম। তাদের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ‘অন্তর্জাল’।
তারা জানান, বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল- সেই সাথে কথা ছিল একই সাথে অনেক গুলো দেশে মুক্তি পাবার। শেষ সপ্তাহে আমরা সেই জায়গা থেকে সরে আসি। কারণ হিসেবে তারা জানান, আমরা চেয়েছি সবগুলো সিনেমা ব্যবসা করুক এবং বাংলাদেশের সিনেমা হলের ব্যবসা ঈদে কেন্দ্রীক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেসা হল টিকে থাকতে পারবে না।
দীপঙ্কর দীপন পরিচালিত এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান প্রমুখ।