স্টাফ রিপোর্টার:
ঘাটাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবারে বিকাল ৩টায় ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রথমদিনের খেলায় ২টি দল অংশগ্রহণ করেন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টাঙ্গাইল সদর একাদশকে ১-৩গোলে পরাজিত করে এ্যাড. কাদের স্পোটিং ক্লাব দেউলাবাড়ী একাদশ জয় লাভ করেন।
ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সরকার শামীম এর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ঘাটাইল বি,আর,ডিবি সাবেক চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ, সরকারি জি, বি,জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনজুর কাদের বকুল।
খেলা পরিচালনা করেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন শুভ, সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদসহ আরো অনেকে।