টাঙ্গাইল প্রতিনিধি : আশা টাঙ্গাইল জেলা অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রবিবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে আশা টাঙ্গাইল জেলা অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন আশা’র প্রেসিডেন্ট জনাব মোঃ আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন আশা’র প্রজেক্ট ডিরেক্টর জনাব বিপুল চন্দ্র বনিক, কাশেম কনস্ট্রাকশনের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব মোঃ আতাউর রহমান, ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, সিঃ এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ আবেদ আলী এবং মোঃ এনামুল হক শেখ, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনসহ আশা টাঙ্গাইল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মওলানা মোঃ নাছির উদ্দিন, পেশ ইমাম, পারদিঘুলিয়া জামে মসজিদ, টাঙ্গাইল। তিনি ভবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, এই নতুন জেলা অফিস ভবনটি আশা’র কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয় উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।