ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রাক্তন ডিনদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রাক্তন ডিনদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সোমবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু