ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতুতে একদিনে সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

Spread the love

স্টাফ রিপোর্টার :

ঈদের ছুটি শুরু হওয়ায় নাড়ীর টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে করে সড়ক পথে উত্তরাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুন যানবাহন চলাচল শুরু হয়েছে ইতিমধ্যে। আর এতে করে বেড়েছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়।

গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। আর এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানায়, উত্তরবঙ্গের ২৩ জেলার প‌রিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে। সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০‌টি প‌রিবহ‌ন পারাপার হয়েছে। এরম‌ধ্যে ঢাকা‌ থে‌কে উত্তরবঙ্গ গেছে ২৪ হাজার ৮১৭‌টি প‌রিবহন। এর‌ বিপ‌রীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৬৬ লাখ ৯৪ হাজার ৯শ।

এ ছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে ১৭ হাজার ৭৪৩‌টি। এর বিপ‌রীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৬ হাজার ৮৪১‌টি।

এ দি‌কে এর আগের দিন বঙ্গবন্ধু সেতু‌তে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপা‌রে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ যানবাহন বেশি পারাপার হচ্ছে। যানজট এড়াতে উভয় পাড়ে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। এখন ২৮ থেকে ৩০ হাজার যানবাহন সেতু পারাপার হচ্ছে। এ কারণে সামান্য যানজট আছে।