উত্তরের পথে বেড়েছে যানবাহনের চাপ, থেমে থেমে চলছে গাড়ি

Spread the love

স্টাফ রিপোর্টার :

ঈদযাত্রার অংশ হিসেবে উত্তরাঞ্চলের ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।

সোমবার (২৬ জুন) সরকারি-বেসরকারি অফিসগুলোর ছুটি শুরু হওয়ায় সন্ধ্যা থেকেই বেড়েছে যানবাহনের চাপ, যা মঙ্গলবার (২৭ জুন) বেলা বাড়ার সাথে সাথে ক্রমশ্য বাড়ছে।

এদিকে মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপরে একাধিক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কয়েকটি পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এতে করে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৭ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুই বার গাড়ির সংঘর্ষ ও এক বার গাড়ি বিকল হয়। এতে ভোর রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ৫ টা ৩০ মিনিট থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়।

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘ঈদযাত্রায় সড়কে গাড়ি বেড়েছে কয়েকগুণ। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। বর্তমানে গাড়ি থেমে নেই। তবে ধীরগতি রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে।’

এদিকে, মহাসড়কের প‌রিবহনগু‌লো ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক দিয়ে চলাচল করায় বিভিন্ন অং‌শে ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌য়েছে। এতে ওই সড়কের কা‌লিহাতী উপজেলা কুচ‌টি হতে এলেঙ্গা রেলক্রসিং, বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর হতে গো‌বিন্দাসী পর্যন্ত ধীরগ‌তিতে প‌রিবহন চলাচল করছে।

ওসি জাহিদ হাসান বলেন, রাতে মহাসড়কে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যানজট ছিল। সকালের দিকে স্বাভা‌বিক হতে শুরু করেছে। তবে এখনো সল্লা থেকে সেতু পূর্ব পর্যন্ত প‌রিবহ‌ন ধীরগতিতে চলাচল করছে।

সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। আর এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

তার মধ্যে সেতু পূর্ব টাঙ্গাইল অংশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়।

এতে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে।এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

আহসানুল কবীর পাভেল বলেন, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ যানবাহন বেশি পারাপার হচ্ছে। যানজট এড়াতে উভয় পাড়ে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। এখন ২৮ থেকে ৩০ হাজার যানবাহন সেতু পারাপার হচ্ছে। এ কারণে সামান্য যানজট আছে।

যুগধারা ডট টিভি/অন্তু