উন্নয়নের জন‍্য স্বপ্ন না দেখলে, উন্নয়ন করা সম্ভব না- তারেক শামস্ খান হিমু

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে কেন্দ্রীয় কালিবাড়ি কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক মহানাম নাম যজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক শামস্ খান হিমু।

তিনি বলেন, মনোনয়নটা আমাদের মুখ্য বিষয় না, রাজনীতি করাটাই হচ্ছে মূল বিষয়। আওয়ামী লীগ যা কথা দেয়, সেই কথা রাখে। আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়ে ছিলেন ধলেশ্বরী সেতু করে দিবেন। আমরা আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ভাইয়ের সময় ধলেশ্বরী সেতু পেয়েছি। এলাকার উন্নয়ন করার জন্য স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে এলাকার উন্নয়ন করা যায় না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল আমিন, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো:জজ কামাল,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আলীম, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল সরকার  প্রমূখ।