উন্মুক্ত হলো পেলের সমাধিক্ষেত্র

Spread the love

যুগধারা ডেস্ক :

ক্যানসারের সঙ্গে হেরে গত বছরের ২৯ ডিসেম্বরে ওপারে পাড়ি জমান ফুটবল কিংবদন্তী পেলে। তার মৃত্যুর পর ১৪ তলা বিশিষ্ট সান্তোসের ইক্যুমেনিক্যাল মেমোরিয়াল সিমেট্রিতে তাকে সমাধিস্ত করা হয়।ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিক্ষেত্র হিসেবে গিনেজ বুক ওয়ার্ল্ডে রেকর্ড করেছে পেলের সমাধি।

কিন্তু মৃত্যুর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও দেখা যায়নি কোথায় সমাধিত হয়েছেন পেলে। প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে পেলের সমাধিক্ষেত্রের ছবি।সেটাও সমাধিক্ষেত্র উন্মুক্ত করে দেওয়ার পর। এখন থেকে হাজারো ফুটবল সমর্থকরা দেখতে যেতে পারবেন পেলের এই সমাধিক্ষেত্র।

প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায়, পেলের সমাধির পুরোটাই স্বর্ণের আবরণে ঢাকা।যে ফুটবল দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন, সেই ফুটবল মাঠের আদলেই তৈরি করা হয়েছে সেই সমাধি।

পেলের সমাধিক্ষেত্রে ঢোকার সময় প্রথমেই চোখে পড়বে দুইটি সোনালি রঙের ভাস্কর্য। ভেতরে ঢুকলে মনে হবে ঢোকা হচ্ছে কোনো ফুটবল মাঠে।অর্থাৎ, পুরো সমাধিক্ষেত্রটাই বানানো হয়েছে ফুটবল মাঠের আদলে। আপাতত দিনে ৬০জন করে দর্শনার্থী পেলের সমাধিক্ষেত্র দেখার সুযোগ পাচ্ছেন।সেখানে যেতে হলে, আগে রেজিস্ট্রেশন করতে হবে। ইক্যুমেনিক্যাল মেমোরিয়াল সিমেট্রির ওয়েবসাইটে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।তারপরেই মিলবে সেখানে প্রবেশের অনুমতি।

সেখানে শুধুমাত্র পেলের সমাধি নয়, দেখা যাবে পেলের ব্যবহৃত গাড়িও।১৯৭৪ সালে পেলের হাজার গোলের রেকর্ডের পর মার্সিডিজ বেঞ্জ কর্তৃপক্ষ তাকে উপহার দিয়েছিল একটি গাড়ি ইক্যুমেনিক্যাল মেমোরিয়াল সিমেট্রিতে সেই গাড়িটিও সংরক্ষণ করা হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু