এই সরকারের অধীনে নির্বাচন নয়: মান্নাকে খালেদা জিয়া

Spread the love

যুগধারা ডেস্ক :

গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, চলমান যুগপৎ আন্দোলন এবং রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ফিরে আসাসহ বিভিন্ন ইস্যু নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। একইসঙ্গে বর্তমান সরকারের অধীনে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলেও মাহমুদুর রহমান মান্নাকে আশ্বস্ত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৮ মে) রাত ৮টার পর খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় তাদের মধ্যে সাক্ষাৎ শুরু হয় হয় বলে মঙ্গলবার (৯ মে) সকালে জানান নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।

সাকিব আনোয়ার বলেন, বর্তমান  প্রধানমন্ত্রী তথা সরকারের অধীনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না, জোরালোভাবে এই বিষয়টি খালেদা জিয়া বলেছেন। তিনি বলেছেন, অন্য কোনো দল নির্বাচন যাবে কি না, জানি না। তবে, বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না, এ ব্যাপারে নিশ্চিত বলতে পারি। 

সাক্ষাৎকালীন মাহমুদুর রহমান মান্না বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। 

এছাড়া সাস্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দেশে সফর নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সাকিব আনোয়ার।

‘খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই’-আইনমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরে বৈঠকে খালেদা জিয়াকে মান্না বলেন, আমি বিভিন্ন সমাবেশে বলেছি- বর্তমানে খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলে পুরো দৃশ্যপট বদলে যেতে পারে। ম্যাডাম, আপনি কি রাজনীতিতে ফিরবেন? 

তবে মাহমুদুর রহমান মান্নার এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি খালেদা জিয়া। তিনি মান্নাকে বলেছেন, আপনি তো আছেন নেতৃত্ব দেওয়ার মতো। আপনি ছাত্র জীবনে তো একাই নেতৃত্ব দিয়েছেন।

খালেদা জিয়ার এ জবারে মান্না বলেছেন, সেটা ঠিক। কিন্তু এখন আন্দোলন তো বিএনপিকেই করতে হবে বলেও মান্নার বরাত দিয়ে জানান সাকিব আনোয়ার।

যুগধারা ডট টিভি/অন্তু