এক দিনে ২২০০ বার ভূমিকম্প হল যেখানে

Spread the love

যুগধারা ডেস্ক :

একবার-দুবার নয়, ২৪ ঘন্টায় প্রায় ২২০০ বার ভূমিকম্পের দেখা মিলেছেন আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে। এতে করে দেশটিতে অচিরেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৫ জুলাই) এই তথ্য জানায় আইসল্যান্ডের আবহাওয়া অফিস।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাউন্ট ফাগরাডালসফলের নিচে এই ভূমিকম্প শুরু হয়। মাউন্ট ফাগরাডালসফল মূলত আগ্নেয়গিরি সিস্টেমের উপরে অবস্থিত। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানায়, এখন পর্যন্ত কোনও ‘অগ্নুৎপাতের কম্পন’পরিলক্ষিত হয়নি।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস বলেছেন, পুরো দিনজুড়ে অব্যাহতভাবে এই ধরনের কম্পন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া সংস্থা তাদের অ্যাভিয়েশন সতর্কতা ‘সবুজ’ থেকে বাড়িয়ে ‘কমলা’ স্তরে উন্নীত করে। মূলত রঙের এই কোডটি বিমান শিল্পকে অগ্ন্যুৎপাতের ঝুঁকি সম্পর্কে অবহিত করার জন্য ব্যবহৃত হয়।

ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল হচ্ছে আইসল্যান্ড। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই মৃদুমাত্রার ভূমিকম্প হয়ে থাকে।

সূত্র: খালিজ টাইমস