এমপির’সাথে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ আলম সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ

Spread the love

কালিহাতী প্রতিনিধি :

টাঙ্গাইল-(৪) কালিহাতী সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী এমপির সাথে এলেঙ্গা পৌর সভার টানা দ্বিতীয় মেয়াদে মেয়র পদে নির্বাচিত হয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এলেঙ্গা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নূর-এ-আলম সিদ্দিকী। 

সোমবার (২০ মার্চ) সকালে হাছান ইমাম খান সোহেল হাজারী এমপির নিজ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র নূর-এ আলম সিদ্দিকী। 

এ সময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তুলা  ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।

জানাযায়, গত ১৬ মার্চ এলেঙ্গা পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটের ব্যবধানে এলেঙ্গা পৌর সভার মেয়র নির্বাচিত হন নূর-এ আলম সিদ্দিকী।

যুগধারা ডট টিভি/অন্তু