স্টাফ রিপোর্টার:
মধুপুর(এলেঙ্গা) হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জে (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এর তৎপরতায় সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২১মার্চ রোজ বৃহস্পতিবার বেলা অনুমান ১১.০৫ ঘাটকার সময় টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলাধীন এলেঙ্গা রাজাবাড়ী নামক স্থান হতে ৬টি চোরাই গরু ১টি ট্রাকসহ ২ আসামীকে আটক করার খবর পাওয়া গেছে। সূত্র জানায়, টাঙ্গাইল কন্ট্রোলের মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে মধুপুর(এলেঙ্গা) হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে অভিযান চালিয়ে ধাওয়া করে ৬টি চোরাই গরু, ১টি ট্রাক ও ট্রাকের ড্রাইভারসহ ২ আসামীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রাক নং- ঢাকা মেট্টো ন-১৫-৮৩০২। মধুপুর(এলেঙ্গা) হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ট্রাকসহ ২ আসামী এবং ৬টি চোরাই গরু টাঙ্গাইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। অপর দিকে টাঙ্গাইল ডিবি পুলিশ সূত্র জানায়, গরুর প্রকৃত মালিকদের সন্ধান পেলে যাচাই বাছাই করে তাদের কাছে হস্তান্তর করা হবে এবং আটককৃতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।