এলেঙ্গা পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণির পৌরসভায় উন্নীত করায় শেখ হাসিনাকে অভিনন্দন

Spread the love

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল জেলার এলেঙ্গা পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণির পৌরসভায় উন্নীত করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এলেঙ্গা পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণির পৌরসভায় উন্নীত করেছে সরকার। জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে স্বাক্ষর করেন,উপ-সচিব ফারজানা মান্নান। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসক, উপ-সচিব (পৌর-১) স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার কালিহাতী টাঙ্গাইল বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে। উল্লেখ্য, এলেঙ্গা পৌরসভাকে “গ” শ্রেণি হতে “খ” শ্রেণিতে উন্নীত করার ফলে কর্মকর্তা/কর্মচারীদের পদমর্যাদা কিংবা বেতনক্রম উন্নীত হবে না। তাদের পূর্বের পদমর্যাদা ও বেতনক্রম বহাল থাকবে। প্রজ্ঞাপনটি প্রোগ্রামার, স্থানীয় সরকার বিভাগের ওয়েব সাইটে প্রকাশের অনুরোধ করা হয়েছে।
এলেঙ্গা পৌরসভা ‘গ’ শ্রেনি থেকে ‘খ’ শ্রেনিতে উন্নীত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা , স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলাম , এফবিসিসিআই এর পরিচালক ও আওয়ামী লীগের নেতা আবু নাসের সহ যারা সহযোগিতা করেছেন তাদের সকল কে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী ধন্যবাদ জানিয়েছেন। ‘গ’ শ্রেনি থেকে ‘খ’ শ্রেনিতে উন্নীত হওয়ার এলেঙ্গা পৌরসভার নাগরিকরা ব্যাপক খুশি তারা তাদের মেয়র নূর এ আলম সিদ্দিকীকে ধন্যবাদ জানিয়েছেন।