কালিহাতী প্রতিনিধি :
আসন্ন ১৬ই মার্চ এলেঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী নূর-এ আলম সিদ্দিকী কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে এলেঙ্গা পৌর ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ মার্চ) রোববার সকালে এলেঙ্গা পৌর আওয়ামী লীগ অফিসে এলেঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি শেখ আল-আমিনের সভাপতিত্বে ও এলেঙ্গা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসরাফিল প্রামাণিক এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এ ছাড়াও কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, এন আই পলাশ সিদ্দিকী, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা, এলেঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক তাসিন ইসলাম মামুনসহ এলেঙ্গা পৌর ও সকল ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়