শরিফুল ইসলাম : ছাত্র-জনতার আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর থেকে জনগণের আক্রমণের হাত থেকে বাঁচতে কর্মবিরতিতে আছেন বাংলাদেশের পুলিশ সদস্যরা। বেশ কয়েকদিন ধরে রাস্তায় নেই ট্রাফিক পুলিশ সদস্যরা। যার ফলে নিয়ম না মেনেই রাস্তায় চলছে যানবাহন। দেশের এমন পরিস্থিতিতে রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজ করছেন ছাত্রদের সঙ্গে। সারাদেশের ন্যায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের কালিহাতী এবং এলেঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের কাজ করছেন তারা।
এতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে রাস্তায়, স্বস্তিও ফিরে এসেছে জনমানুষের মনে। রাস্তায় চলাফেরা করা মানুষ ও যানবাহনকে সিগন্যাল মানতে বাধ্য করছেন শিক্ষার্থীরা। যারা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করছেন না তাদের ৫-১০ মিনিটের জন্য দাঁড় করিয়ে রেখে শাস্তিও দিচ্ছেন তারা। যদিও তাতে কোন মানুষের অভিযোগ পাওয়া যায়নি।
দিনে কয়েক শিফটে ভাগ হয়ে কাজ করা শিক্ষার্থীদের অনেকেই খাবার ও পানি দিয়ে যাচ্ছেন। বেশিরভাগ স্থানেই দেখা গেছে এমন চিত্র। অন্যান্যদের মতো তাদের পাশে এসে দাঁড়িয়েছে কালিহাতী উপজেলার ছাত্রদলের পক্ষ থেকে গতকাল এবং আজকে রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করা শিক্ষার্থীদের মাঝে কিছু খাবার প্যাকেট ও পানি বিতরণ করেছে তারা।
এসময় কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ হাসমত আলী রেজা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ হাসমত আলী রেজা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করবে, সেই পর্যন্ত আমার সাধ্যমত তাদের মধ্যে সহযোগিতা করে যাব।