এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৩৩৮৬০ শিক্ষার্থী অনুপস্থিত

Spread the love

অনলাইন ডেস্ক : এসএসসি পরীক্ষার প্রথম দিনে সারা দেশে ৩৩ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৭২১ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৭১৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৮৩ জন, সিলেটে ১ হাজার ১১৯ জন, বরিশালে ৯৯২ জন, দিনাজপুরে ১ হাজার ৬৯৬ জন এবং ময়মনসিংহে ১ হাজার ২ জন অনুপস্থিত ছিলেন।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১০ হাজার ৯৫৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬ হাজার ২৭৫ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার প্রথম দিনে কোন শিক্ষককে বহিষ্কার না করা হলেও অসাধু উপায় (নকল) অবলম্বন করায় ২৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ বছর মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষা দিচ্ছে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।