মোঃ রুবেল মিয়া:
দেশের সম্পদ পাচারকারীদের এদেশের জনগণ কোন দিনও ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব। তিনি আরও বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এ দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।
মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী ঈদগা মাঠে শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা এবং উপজেলার লতিফপুর ইউনিয়নের প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনির সভাপতিত্বে সে সময় আরও উপস্থিত ছিলেন,মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি হযরত আলী মিঞা,সাবেক সহ-সভাপতি হাজী সোহরাব, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ প্রমূখ।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য লতিফপুর ইউনিয়নের বাসিন্দা প্রয়াত ডা. আইন উদ্দিন,খন্দাকার জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা,বেলাল দেওয়ান,খাজা মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।