ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে ঘাটাইলে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে টিউশন ফি ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার ৯ ডিসেম্বর বেলা ১১টায় এই কর্মসূচি পালিত হয়।এফডিসিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগধারা পত্রিকার ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম চান। অনুষ্ঠানে তিনটি স্কুলের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ নগদ ১৯০০ টাকা প্রদান করা হয় এবং তাদের সবজি বীজ বিতরণ করা হয়। শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেয়ে উৎফুল্ল প্রকাশ করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার গৌরব রঞ্জন দাস।