যুগধারা ডেস্ক :
দেশে করোনা ভাইরাসে দৈনিক সংক্রমিতের সংখ্যা নামেনি একশর নিচে। গতকাল সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এই সংখ্যা ছিল ১৫৯ জন। আজ মঙ্গলবারও (৩০ মে) অধিদপ্তর জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৪ জন। এ দিকে রোগীর সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক শনাক্তের শতকরা হার।
প্রসঙ্গত, সর্বশেষ গত বছরের ২৬ অক্টোবর দেশে ১৯৬ জন করোনা রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড়শর নিচে ছিল। সোমবার হঠাৎ করেই সেই সংখ্যা একশর ঘর অতিক্রম করে।
অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৬টি নমুনা পরীক্ষা করে ১১৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ১৩ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন।
এদিকে গত একদিনে এই ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই মোট মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৬ জন রয়েছে।
সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর। এরপর গত ৬৩ দিন এই ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী সেরে উঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।
জানা গেছে, গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১০৮ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া সিলেটে দুজন এবং নারায়ণগঞ্জ, জামালপুর, রাজশাহী, রংপুরে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু