কাদের সিদ্দিকী বক্তব্য ও বিএনপির প্রতিবাদ নিয়ে উত্তেজনা, বিএনপি-জনতালীগের সংঘর্ষ

Spread the love

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের পাল্টাপাল্টি বক্তব্যের প্রতিবাদে একইস্থানে প্রতিবাদ সমাবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রদল কর্মী আহত হয়েছে। মাথায় গুরুতর আহত নাঈম শিকদারকে (২০) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় দু’পক্ষের সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের তালতলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিএনপি তালতলা চত্বরে ও কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় প্রতিবাদ সমাবেশ করে। এ সময় পৌর শহরে থমথমে পরিবেশ বিরাজ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল ১১ টার দিকে স্থানীয় তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিএনপির বিরুদ্ধে দেওয়া এক বক্তব্যে প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠন। অপরদিকে গত ৭ ডিসেম্বর কাদের সিদ্দিকী তার দলীয় বর্ধিত সভায় বিএনপির বিরুদ্ধে বিষেধাগার বক্তব্য দেওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর নেতৃত্বে ওই দিন রাতেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সমাবেশের বক্তব্য নিয়ে ও সংক্ষুব্ধহন কৃষক শ্রমিক জনতা লীগ। ফলে এ ঘটনায় গত দুই দিন উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে। এর প্রতিবাদে সোমবার দু’পক্ষই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে। সকাল থেকেই স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ওই চত্বরটি দখলে নেন। বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। উভয় দল মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাঈম শিকদার নামের এক ছাত্রদল কর্মী আহত হন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, গত ৭ ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকীর এক বক্তব্যের প্রতিবাদে স্থানীয় বিএনপির সভাপতির অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে দেন। প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করলে কর্মসূচিতে বিএনপি হামলা চালায়। হামলায় একজন মুক্তিযোদ্ধাসহ একাধিক নেতা কর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, বিএনপি সুসংগঠিত রাজনৈতিক দল। কাদের সিদ্দিকী এ দলের বিরুদ্ধে মিথ্যাচার করার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কৃষক শ্রমিক জনতা লীগ ওই সমাবেশে অতর্কিত হামলা করলে এক ছাত্রদল নেতার মাথা ফেটে যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দু’পক্ষ একই স্থানের সমবেত হওয়ার চেষ্টা করেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। তারপরও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।