স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ও সাবেক তিন বার নির্বাচিত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। ইতিমধ্যেই তিনি ইউনিয়নে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে করছেন গণসংযোগ ও চালাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। রিয়াজ উদ্দিন আহমেদ ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জরিত ছিলেন। কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনি সম্পাদক ও পরবর্তীতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক জীবনে তাকে বিভিন্ন সময় কারাবরণ করতে হয়েছে। উল্লেখ্য, বাংড়া ইউনিয়ন পরিষদের তিনবার সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিয়াজ উদ্দিন আহমেদ বাংড়াবাসীদের উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচনে আমি যাদি নির্বাচীত হই জনগণের উন্নয়নে ও কল্যাণে কাজ করবো এবং বাংড়া ইউনিয়ন পরিষদকে সেবামূলক ডিজিটাল পরিষদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সাংবাদিকদের তিনি আরো বলেন, আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার গাইবান্ধার নির্বাচনে যে উদাহরণ সৃষ্টি করেছে। সেরূপ আমাদের টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যেন তার সর্ব-শক্তি দিয়ে একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন জাতীকে উপহার দেন এই অনুরোধ করছি।