কালিহাতীতে ইউপি নির্বাচনে হাসমত নেতার গণসংযোগ অব্যাহত

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখছে হাসমত আলী নেতা ও তার সমর্থক গোষ্ঠী। টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন ২৯ ডিসেম্বর ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে প্রতিরোধ যোদ্ধা মো: হাসমত আলী নেতা তার মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার মধ্যদিয়ে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারনের মাঝে ভোট প্রার্থনার জন্য করছেন প্রচারণা ও গণসংযোগ।

উল্লেখ্য যে তিনি বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) ও বন্যা সহ নানা দুর্যোগ সময়ে অসহায়, দারিদ্র্য, ক্ষুধার্ত মানুষের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগীতা করে ইউনিয়নে বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় তিনি বর্তমানেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা অব্যাহত রেখেছেন।

আসন্ন নির্বাচনে গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার, লিপলেট টাঙ্গিয়ে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারনা, এলাকায় চলছে ইউপি নির্বাচনী হাওয়া। ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীরা জানান, বীরমুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা সৎ চরিত্রবান, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি। সুখে-দুঃখে বিপদে আপদে ডাকলে তাকে কাছে পাই। এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আসন্ন বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসমত আলী নেতাকে দলমত নির্বিশেষে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়াম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা বলেন, নিঃস্বার্থে বাংড়া ইউনিয়নের সকল মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংড়া ইউনিয়ন কে চাঁদাবাজ, দালাল, মাদক সন্ত্রাস মুক্ত হয়রানী ও সরকারি সেবায় অতিরিক্ত ফি বিহীন সেবামূলক একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি দলমত ধর্মবর্ণ নির্বিশেষে বাংড়া ইউনিয়ন বাসীদের নিকট মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করছি।