কালিহাতীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজাদ সিদ্দিকীর ইফতার মাহফিল

Spread the love

কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি :
আসন্ন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর আমিনুর রহমান আমিন, কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমান, কাউন্সিলর কামরুল হাসান মামুন, সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন আলম, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কামরুজ্জামান রিপন, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক ভিপি ইলিয়াস হোসেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঞ্জু, উপজেলা যুব আন্দোলনের সভাপতি নাজমুল আলম ফিরোজ ও টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম রুবেল প্রমূখ।