স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার ব্যক্তিগত অর্থায়নে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি ) দুপুরে কালিহাতী থানার গোলঘরে ১২৮ জন গ্রাম পুলিশদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা উপস্থিত থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এর আগে ভাইস চেয়ারম্যান নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। এবারো জননেত্রী প্রাধনমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে বিজয়ী হয়ে আপনাদেরকে সাথে নিয়ে স্মার্ট কালিহাতী গড়বো।
এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা শরিফ খান।