কালিহাতীতে চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক লাবু খন্দকার গ্রেফতার

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের কালিহাতীতে চাঁদাবাজির মামলার আসামি কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জেলার বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের শফিকুল ইসলাম চান মিয়া ওরফে চান্দের ছেলে লাবু খন্দকার (৩৭)। 

গতকাল সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার বীর বাসিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হকের নিকট বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যোগাযোগ করে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদা দিতে রাজি না হলে লাবু খন্দকার আয়নাল হকের নামে বিভিন্ন মিথ্যা ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করবে এবং যেকোন ভাবে তাকে জেলা পরিষদের সদস্য পদ হতে অপসারণ করবে বলে হুমকি প্রদান করে।

এমন অভিযোগ এনে জেলা পরিষদের সদস্য আয়নাল হক বাদী হয়ে লাবু খন্দকারকে আসামি করে গতকাল সোমবার ৩ জুলাই কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার রাতে তাকে উপজেলার বীরবাসিন্দা এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার (৪ জুলাই) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লাবু খন্দকার সাংবাদিক পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।