কালিহাতীতে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা

Spread the love

মোঃ মমিন হোসেন :


আসন্ন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা দিলেন বাংড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাসমত আলী নেতা।

গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার সভাপতিত্বে উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী উত্তরপাড়া’র গ্রামবাসী দের নিয়ে মতবিনিময় করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা করেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন রাজাবাড়ী উত্তরপাড়া গ্রামের বাবুর আলী তালুকদার, এডভোকেট রমজান আলী, লুৎফর রহমান, আঃ রহিম, মতিয়ার, দেলোয়ার হোসেন দুলাল, সুলতান হাজী, আলাউদ্দিন, জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুজ্জামান আহম্মেদ। আলোচনায় উপস্থিত সকল জনতা একযোগে স্বতঃস্ফূর্ত ভাবে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার পক্ষে নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

নির্বাচনে প্রার্থীতার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা বলেন, কালিহাতী উপজেলার মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক। বিপদে আপদে ও সাধারণ মানুষের কল্যাণে আমি বছরের পর বছর নিজেকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় কালিহাতী বাসীর সর্বস্তরের মানুষের দাবি ও চাওয়ায় আমি এলাকাবাসী দের নিয়ে মতবিনিময় করে আসন্ন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কালিহাতী উপজেলা কে স্মার্ট, জনবান্ধব এবং আধুনিক করতে উপজেলা বাসীর নিকট ভোট ও দোয়া’র প্রার্থনা করেন।