কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গাপুর এবং দশকিয়া ইউনিয়ন বিএনপির উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পটল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস,এম শামছুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম বিদ্যুতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, ড্যাব নেতা ডা. শাহআলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী ও উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক হিরু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির জীবনে বিশেষ একটি দিন এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়, বাঙালি জাতি সকল নিপীড়ন ও অসংগতি বিরুদ্ধে জয়লাভ করে”।
আজকের এই দিনে ইতিহাস জাতি হিসেবে স্বরন করে নতুন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এইদিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।
এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে।