কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত ছিলেন- কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, কালিহাতী পৌরসভার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ক্লিনিক মালিক সমিতির সভাপতি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, কালিহাতী আর এস মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, উপজেলার ছাত্র সমন্বয়ক বেলাল হোসেন প্রমুখ।
ডেঙ্গু প্রতিরোধক সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে নিয়মিত বাড়ির আশেপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। পরিত্যক্ত টায়ার, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, এবং যেকোনো পানির উৎস যেখানে এডিস মশা ডিম পাড়তে পারে, তা নষ্ট করে ফেলতে হবে। জনসাধারণের মধ্যে ডেঙ্গুর লক্ষণ এবং এর প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম চালিয়ে যেতে হবে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে হবে।