কালিহাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন

Spread the love

জাহাঙ্গীর আলম :

টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলামসহ কৃষি মেলায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু