টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীরসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। মেলায় ১৮ টি স্টল স্থান পায়।