কালিহাতীতে তিন গ্রুপের পৃথকভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Spread the love
# কালিহাতীর শফি সিদ্দিকী চত্বরে যুবদলের আয়োজনে নানা কর্মসূচি পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পৃথকভাবে পালিত হয়েছে। এতে ফুটে উঠেছে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং নেতাকর্মীদের বিভক্তি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে কালিহাতীর শহীদ শফি সিদ্দিকী চত্বরে উপজেলা যুবদলের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

অতিথি হিসেবে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সহ-সভাপতি মজনু মিয়া, শামীম আল মামুন প্রামাণিক, জাকির হোসেন জিন্নাহ ও মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হাসমত আলী রেজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতার।

এখানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন গুলোর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের চলমান কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

#এলেঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর খ্যাত এলেঙ্গায় এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাফী খান সমর্থক গোষ্ঠী ও যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে এলেঙ্গা জমিদার বাড়ি মাঠ চত্বরে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাফী খান।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা শহীদুল ইসলাম তানভীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লিটন, আব্দুর রহিম মাষ্টার, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সুজন মাহমুদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি নেতা শাহ আলম, পৌর যুবদল নেতা লাভলু তালুকদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো: মোতালেব হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন ও ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: মনির হোসেন প্রমুখ।
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, ডায়াবেটিস, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডা. আবিদ হোসেন অপু।

# কালিহাতীর বল্লা রোডে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে কালিহাতীর বল্লা রোডে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলের একাংশ।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, ড্যাব নেতা ডা. শাহআলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, জেলা জিয়া পরিষদের সভাপতি এ কে এম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এসএমএ খালিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোজাম্মেল হক হিরু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন প্রমুখ।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মঞ্চেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নিজেদের অবস্থান দৃঢ় করতে সারা উপজেলা থেকে কর্মী সমর্থকদের স্বাগত জানান। তবে মঞ্চে এক পক্ষ অপরকে উদ্দেশ্য করে বক্তব্যও দিতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সমর্থক বলেন, আমরা ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই।
এভাবে পৃথক কর্মসূচি দলীয় কোন্দল বিভক্তির প্রকাশ। মিলেমিশে থাকলে দল আরো শক্তিশালী হবে।

কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা বলেন, আমরা যুবদলের কমিটির ব্যানারে আমাদের সাংগঠনিক নেতা বেনজির আহমেদ টিটো ভাইকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। পদবঞ্চিত বিদ্রোহী একাংশ আলাদা করে অনুষ্ঠান করেছে। এটা দলীয় নিয়ম বহির্ভূত।
তাদের বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে এ বিষয়ে জেলার নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছি।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। যারা কালিহাতীর বিএনপি টিকিয়ে রেখেছে তারা আজ ঐক্যবদ্ধ। আন্দোলন সংগ্রাম করা হামলা-মামলার শিকার শহীদ জিয়ার আদর্শে কালিহাতীর বিএনপি একমঞ্চে এটাই জানান দিলাম।