টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৫দিন পর বিল থেকে লিটন মিয়ার (৪৪) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা বিল থেকে তার মরদেহ পাওয়া যায়।
লিটন উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের মৃত আতশ আলীর ছেলে।তিনি পেশায় কৃষক ছিলেন।
জানা যায় লিটন বানকিনা এলাকায় বন্ধুদের সাথে মাঝে মধ্যে জুয়া খেলতেন। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় কালোহা পশ্চিমপাড়া তিনি জুয়া খেলতে বসেন। সেখানে লোকজনের সাড়া শব্দ পেয়ে জুয়ারিরা কালোহা বিলের দিকে পালিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। লিটনের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অনেক খোঁজাখুজি করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। সন্ধ্যার দিকে জেলেরা বিলে মাছ ধরতে গিয়ে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, কালোহা বিলে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।